ঢাকার দোহার উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে ইলিশ মাছ ধরায় ৩ জন জেলেকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলার মৈনট ঘাট সংলগ্ন এলাকায় দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খানের নেতৃত্বে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ উপলক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলার মৈনট ঘাট সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে সরকারি নির্দেশনা অমান্য করে ইলিশ মাছ ধরায় ৩ জন জেলেকে আটক করা হয় এবং চরহোসেনপুর এলাকায় যমুনা আইস ফ্যাক্টরি এবং শফিকুল আইস ফ্যাক্টরি নামে ২ টি লাইসেন্সবিহীন বরফকল চালু অবস্থায় পাওয়াসহ বিভিন্ন অপরাধে দণ্ডবিধি- ১৮৬০, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন- ১৯৫০ এবং মৎস্য ও মৎস্যপণ্য(পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন- ২০২০ এর সংশ্লিষ্ট ধারায় ৩ জন জেলেকে কারাদ- প্রদান করা হয়েছে এবং ২টি বরফকলে সর্বমোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এসময় জব্দকৃত ইলিশ মাছ নিকটস্থ এতিমখানায় বিতরণ করা হয় এবং জাল ও নৌকা বাজেয়াপ্ত করা হয়। দোহার থানা পুলিশ, নৌ-পুলিশ, উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল আলম এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনোয়ার হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট সকলকে সরকারি নির্দেশনা প্রতিপালনে উদ্বুদ্ধ করার পাশাপাশি আগামী ২ নভেম্বর পর্যন্ত বরফকলগুলো বন্ধ রাখার জন্য বরফকল মালিকদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত সময়সীমা অনুযায়ী আগামী ২ নভেম্বর পর্যন্ত দোহার উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply