শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে, সালমান এফ রহমান-দোহারের সংবাদ – দোহারের সংবাদ
  1. admin@doharersongbad.com : admin :
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নসরুল হামিদ বিপু-দোহারের সংবাদ ঢাকা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সালমান এফ রহমান-দোহারের সংবাদ ৯ম শ্রেণির ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও-দোহারের সংবাদ মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন ভবন ধসে ৩ বাংলাদেশির মৃত্যু-দোহারের সংবাদ হৃদরোগে আক্রান্ত যুবদল নেতাকে ডান্ডাবেড়ি পরিয়ে চিকিৎসার ছবি ভাইরাল-দোহারের সংবাদ লঘুচাপটি ঘনীভূত হয়ে,গভীর নিম্নচাপ ও শেষে ঘূর্ণিঝড়ে রুপ নিতে পারে-দোহারের সংবাদ কেরানীগঞ্জে পুলিশের উদ্যোগে হেলমেট বিতরণ-দোহারের সংবাদ এইচএসসি ও সমমান পরীক্ষায় মেয়েরাই এগিয়ে-দোহারের সংবাদ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫০ বছরের নারীর অনশন-দোহারের সংবাদ ঘূর্ণিঝড় মিধিলির পর এবার আসছে মিগজাউম-দোহারের সংবাদ

শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে, সালমান এফ রহমান-দোহারের সংবাদ

দোহারের সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭১ বার পঠিত

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেন, অনেকে হুমকি দিচ্ছেন, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। তারপর তত্বাবধায়ক সরকারের অধিনে তারা নির্বাচন করবে, তা না হলে তারা নির্বাচনে আসবে না। কিন্ত আমি স্পষ্ট বলে দিতে চাই দেশে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধিনে নির্বাচন হবে। পৃথিবীর এমন কোন শক্তি নেই তা ঠেকাতে পারে। বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না এটা তাদের ব্যাপার।

বৃহস্পবিার বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার সরকারি নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামীলীগ আয়োজিত কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় ও কর্মশালা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে সালমান এফ রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকার মার্কার জন্য মাঠে কাজ করতে হবে এবং প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ নিতে হবে।

এমপি বলেন, ভোটের আগেই আমাদের সব প্রস্ততি নেয়া হয়েছে। যাতে করে কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের সাথে কোন ধরনের ঠেলা ধাক্কা না হয় তার জন্য একটি সুশৃঙ্খল কেন্দ্র ভিত্তিক পরিচালনা কমিটি করা হয়েছে।

এর আগে সকালে সালমান এফ রহমান এমপি একই স্থানে প্রথম অধ্যায়ে মহিলা আওয়ামীলীগ ও যুবমহিলা লীগের কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা সদস্যদের সাথে মতবিনিময় করেন।

নবাবগঞ্জে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমতের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সহসভাপতি ও নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, ঢাকা জেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক মো. জালাল উদ্দিন।

উপস্থিত ছিলেন, মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনার কলি পুতুল, কেন্দ্রীয় কমিটির যুবমহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন আক্তার নিপা, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবন্য, ঢাকা জেলা দক্ষিন ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে সকালে এমপি সভাস্থলে পৌছলে তাকে গার্ড অফ অনার প্রদাণ করেন নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল। উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, দোহার সার্কেল এএসপি আশলাফুল আলম, ওসি সিরাজুল ইসলাম শেখ।শেখ হাসিনার অধিনে নির্বাচন হবে, সালমান এফ রহমান-দোহারের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা