কেরানীগঞ্জে রোহিতপুর ইউনিয়নের ধর্মশুর গ্রামে রহিমা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়। এ সময় নিহত রহিমার অসুস্থ স্বামী পাশে থাকলেও তাকে রক্ষা করতে পারেননি।রোববার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে।নিহতের ছেলে আলমগীর হোসেন বলেন, ঘটনার সময় আমরা বাড়ির বাইরে ছিলাম। বাড়িতে মা ও অসুস্থ বাবা ছিল। গভীর রাতে খবর পাই, আমাদের বাড়িতে ডাকাত হানা দিয়েছে। খবর পেয়ে আমার বড় ভাই দ্রুত বাড়ি গিয়ে মায়ের হাত-পা বাঁধা লাশ দেখতে পায়।
তিনি আরও বলেন, কয়েক দিন আগে আমি ব্যাংক থেকে ৫ লাখ টাকা উত্তোলন করি, সে টাকা আমার মায়ের কাছেই ছিল। হয়তো সেই টাকা না পেয়ে দুর্বৃত্তরা আমার মাকে হত্যা করেছে।
নিহতের স্বামী হারুন অর রশীদ বলেন, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে আমার স্ত্রী ঘরের বাইরে গিয়ে কয়েকজন লোককে দেখতে পায়। ওদের দেখে ভয় পেয়ে সে বড় ছেলের নাম ধরে ডাকতে থাকে। এ সময় ৪-৫ জন লোক অস্ত্রের ভয় দেখিয়ে আমার স্ত্রীর হাত-পা ও মুখ বেঁধে ফেলে। আমি অসুস্থ থাকায় আমাকে টুঁ শব্দ করতে নিষেধ করে। পরে তারা প্রায় এক ঘণ্টা ঘরের ভেতর খোঁজাখুঁজি করতে থাকে। তারা কিছু না পেয়ে আমার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা চুরি করতে এসেছিল। এ সময় বৃদ্ধা জেগে যাওয়ায় তাকে হত্যা করে পালিয়েছে।
Leave a Reply