মাহিন্দ্রা নতুন ই-রিকশা 1 কিমি যেতে খরচ পরবে মাত্র 4 পয়সা-দোহারের সংবাদ – দোহারের সংবাদ
  1. admin@doharersongbad.com : admin :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা,নেই তামিম-দোহারের সংবাদ বান্দুরায় সড়কে চাঁদাবাজির ঘটনায় আটক যুবকের কারাদণ্ড-দোহারের সংবাদ দোহারে মোটরসাইকেল চাপায় পথযাত্রী নিহত-দোহারের সংবাদ কেরানীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ১৫ সদস্য আটক-দোহারের সংবাদ শুক্রাণু দিলেই শিক্ষার্থীরা পাবেন লাখ টাকা-দোহারের সংবাদ ডাকাতির ফোন স্ত্রীকে উপহারই হোল কাল-দোহারের সংবাদ পানি এখনো সরেনি নিউমার্কেটের বেচাকেনা বন্ধ-দোহারের সংবাদ নারীরা কি জুমার জামাতে শরিক হতে পারবেন? দোহারের সংবাদ সাপে কাটার পর জীবিত সাপ নিয়ে হাসপাতালে হাজির রোগী-দোহারের সংবাদ কোনোটাই আমার নেই চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা-দোহারের সংবাদ

মাহিন্দ্রা নতুন ই-রিকশা 1 কিমি যেতে খরচ পরবে মাত্র 4 পয়সা-দোহারের সংবাদ

দোহারের সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

দিনে দিনে আমাদের দেশেও ইলেকট্রিক চালিত বাইক, স্কুটার এমনকি সাইকেল, রিকশারও প্রচলন বাড়ছে। ভারতীয় বিভিন্ন সংস্থার পক্ষ থেকে প্রতিদিনই নতুন নতুন ইলেকট্রিক যানবাহন নিয়ে আসা হচ্ছে। সম্প্রতি তেমনি মাহিন্দ্রা নিয়ে এসেছে তাদের নতুন ই-রিকশা। বাজারে এক নতুন বৈদ্যুতিক রিকশা লঞ্চ করেছে মাহিন্দ্রা। এই তিন চাকার নাম ই-আলফা সুপার রিকশা। এর আগেও আলফা নামে বৈদ্যুতিক রিকশা লঞ্চ করেছে সংস্থাটি।মাহিন্দ্রার এই বৈদ্যুতিক তিন চাকার দাম 1.61 লাখ টাকা (এক্স-শোরুম)। আপাতত নির্বাচিত কিছু কিছু রাজ্যেই এখন এই ই-রিকশা পাওয়া যাবে। কোম্পানির দাবি অনুযায়ী এই রিকশা 1 কিমি যেতে খরচ করে মাত্র 4 পয়সা। বৈদ্যুতিক তিন চাকায় রয়েছে 140 Ah লিড-অ্যাসিড ব্যাটারি সঙ্গে ইলেকট্রিক BLDC মোটর যা সর্বোচ্চ 1.64 কিলোওয়াট শক্তি এবং 22 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারবে। এই রিকশার সঙ্গে পাওয়া যাবে 18 A চার্জার। এই চার্জারের উপর 12 মাসে ওয়ারেন্টি পাবেন ক্রেতারা। রিকশাটি ফুল চার্জ দেওয়ার পর 95 কিলোমিটার যেতে পারে। সর্বোচ্চ 25 কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারে এই বৈদ্যুতিক রিকশা। জানা গিয়েছে রিকশাতে ড্রাইভার সহ 4 জন প্যাসেঞ্জার বসতে পারবে। রিকশার কার্ব ওয়েট 412 কেজি এবং সর্বোচ্চ 792 কেজি ওজন বহন করতে সক্ষম। রিকশাতে রয়েছে অ্যাডভান্স ব্রেকিং সিস্টেম, সম্পূর্ণ মেটাল বডি দিয়ে তৈরি এই তিন চাকা।এটি লম্বায় 2780 মিলিমিটার, উচ্চতায় 1794 মিলিমিটার এবং হুইলবেস 2168 মিলিমিটার। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই তিন চাকা কেনার সময় চালকদের 10 লাখ টাকা মূল্যের কম্প্লিমেন্টরি দুর্ঘটনাজনিত বিমা কভার দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা