দোহারে মধ্যযুগীয় নির্যাতনে দুই চোখ হারালো কালাম,আটক-২-দোহারের সংবাদ – দোহারের সংবাদ
  1. admin@doharersongbad.com : admin :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা,নেই তামিম-দোহারের সংবাদ বান্দুরায় সড়কে চাঁদাবাজির ঘটনায় আটক যুবকের কারাদণ্ড-দোহারের সংবাদ দোহারে মোটরসাইকেল চাপায় পথযাত্রী নিহত-দোহারের সংবাদ কেরানীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ১৫ সদস্য আটক-দোহারের সংবাদ শুক্রাণু দিলেই শিক্ষার্থীরা পাবেন লাখ টাকা-দোহারের সংবাদ ডাকাতির ফোন স্ত্রীকে উপহারই হোল কাল-দোহারের সংবাদ পানি এখনো সরেনি নিউমার্কেটের বেচাকেনা বন্ধ-দোহারের সংবাদ নারীরা কি জুমার জামাতে শরিক হতে পারবেন? দোহারের সংবাদ সাপে কাটার পর জীবিত সাপ নিয়ে হাসপাতালে হাজির রোগী-দোহারের সংবাদ কোনোটাই আমার নেই চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা-দোহারের সংবাদ

দোহারে মধ্যযুগীয় নির্যাতনে দুই চোখ হারালো কালাম,আটক-২-দোহারের সংবাদ

দোহারের সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১১৩ বার পঠিত

ঢাকার দোহারের সুতারপাড়া ইউনিয়নের কাজিরচর এলাকায় মধ্যযুগীয় বর্বরতায় দুই চোখ হারিয়েছেন মধুরচরের কালাম মোল্লা (৪৫) এই ঘটনায় জরিত হেনা বেগম (৪৫) ও লোকমান (৫০)নামে দুইজনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মধুরচরের আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে কালাম মোল্লার সাথে ২৫ বছর আগে বিয়ে হয় সুতারপাড়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিরচর এলাকার হেনা বেগম(৪২) এর সাথে। এরই মধ্যে দুই সন্তানের জনক হন কালাম দম্পতি। হেনার চলাফেরা হঠাৎ এলোমেলো দেখেন তার স্বামী কালাম। বেশিরভাগ সময় না বলে বাড়ির বাইরে যেত হেনা। এনিয়ে তার স্বামী বাধা দিলে সংসারে কলহ সৃষ্টি হয়। তিন বছর আগে হেনা হঠাৎ তালাক দেয় কালামকে। তালাকের পর থেকে মাঝে মাঝেই সন্তানদের দেখতে ও খোঁজ নিতে আসতো কালাম। যা হেনা সহ্য করতে পারতো না।
গত ৩ আগষ্ট রাতে সন্তানদের দেখতে গেলে হেনার সাথে কথা কাটাকটি হয় কালামের। একপর্যায়ে হেনা ও তার ভাই লোকমান,মুক্তার, বোন রুনা তার ভাবি আখি কালামকে মুখে কাপড় দিয়ে বেধে মারধর করে। এসময় কালাম গুরুতর আহত হয়ে বাঁচার আকুতি জানায়। তাতেও ক্ষান্ত না হয়ে পানিতে চুন মিশিয়ে কালামের চোখে ও মুখে ঢেলে দেয় তারা।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় কালাম মোল্লাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত কালাম মোল্লার পরিবারের সদস্যরা ডাক্তারের বরাত দিয়ে জানান কালামের দুটি চোখই নষ্ট হয়ে গেছে। ঘটনার পরদিন সকালে কালাম মোল্লার মা বাদী হয়ে ঘটনার সাথে জরিত ৬ জন ও অজ্ঞাত আরও তিন জনের নামে দোহার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৫।
এবিষয়ে বক্তব্য নিতে আসামীদের বাড়িতে গেলে কাউকেই পাওয়া যায়নি। ঘটনার পর থেকে সবাই পলাতক আছে বলে জানান প্রতিবেশীরা।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই সাইফুল ইসলাম জানান, এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করে একজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আরেক অসামিকে আদালতে পাঠানো হবে। এছাড়া বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা