ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৯ জুলাই) ভোর ৫টারে দিকে উপজেলার আগলা চকে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল হালিম।
এ সময় ১৫ হাজার ফুট চায়না জাল আটক করা হয়। পরে তা পুুড়িয়ে ধ্বংস করা হয়।
আটকৃত জালে আটকে পড়া শিং ও কাতল মাছের জীবিত পোনা উন্মুক্ত পানিতে অবমুক্ত কার হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি ও নবাবগঞ্জ থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যগণ।
নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল হালিম বলেন, নিষিদ্ধ এই জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে।
Leave a Reply