মুন্সীগঞ্জের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় মো. সাহাদ(১৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত সাহাদ উপজেলার মধ্য লটাখোলা গ্রামের কাশেম আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সাহাদ ও তার বন্ধু পদ্মা সেতু দেখার উদ্দেশ্য বাসা থেকে বের হয়। সাড়ে তিনটার দিকে শ্রীনগরের বরবরী খোলা এলাকায় একটি মাহেন্দ্রের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা সাহাদ ছিটকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলতলা আল রাজ্জাক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সাহাদকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। পরে ঢাকা মেডিকেলে পৌঁছালে চিকিৎসক সাহাদকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, বিকেলে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা সেখানে যাই। কিন্তু কাউকেই পাইনি।
Leave a Reply