মাত্র ৩০ বছর বয়সে অন্তত ১২ জন যুবকের সঙ্গে বিয়ের নামে প্রতারণা করেছেন এক নারী। বিয়ের কয়েক মাস পরেই দেনমোহরের অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যেতেন তিনি। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ভারতের জম্মু-কাশ্মীরের ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় পুলিশের বরাতে ইন্ডিয়া টুডে জানায়, সম্প্রতি কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা থেকে গ্রেপ্তার করা হয়েছে শাহিন আখতার নামের ওই নারীকে। মোহাম্মদ আলতাফ মার নামের এক যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাঁকে। শাহিনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন আলতাফ। এরপর একাধিক ব্যক্তি একই ধরনের অভিযোগ তোলেন ওই নারীর বিরুদ্ধে।
আলতাফের বাড়ি জম্মু-কাশ্মীরের বুদগামে। ঘটকের মাধ্যমে শাহিনের সঙ্গে আলাপ হয় তাঁর। বিয়ের পর মাস চারেক সংসারও করেন। একদিন সকালে উঠে আলতাফ দেখেন শাহীন নেই। সেই সঙ্গে নেই অর্থ ও সোনার গয়না।
গত ৫ জুলাই শাহিনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন আলতাফ। এরপর ১৪ জুলাই শাহিনকে গ্রেপ্তার করে আদালতে তোলে পুলিশ। সেদিনই আদালত চত্বরে জড়ো হন একদল যুবক। তাঁদের দাবি, শাহিন একইভাবে প্রতারণা করেছেন সবার সঙ্গে।
এখন পর্যন্ত আলতাফসহ ১২ জন ওই নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন। সংখ্যাটা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শাহিনের বিরুদ্ধে অভিযোগ, প্রত্যেক বিয়েতেই মোটা অঙ্কের দেনমোহর নিতেন তিনি। আর বিয়ের কয়েক মাসের মধ্যেই দেনমোহরের অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যেতেন।
Leave a Reply