ঢাকার দোহারে ট্রাক সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আবুল হোসেনের ছেলে সাকিবুল হাসান (৩০), সাকিবুলের স্ত্রী সোহানা (২২) ও তাদের কন্যা সন্তান আজুয়া আক্তার (৯)।
আহত সাকিবুলের পরিবার সূত্রে জানা যায়, (১২ জুলাই) বুধবার সকালে সাকিবুল তার স্ত্রী ও কন্যা সন্ত্রানকে নিয়ে সিএনজি অটো রিক্সা করে ঢাকার উদ্দ্যেশে রওনা হন। চর কুশাই নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুর ট্রাকের সাথে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। পরে তাদের ডাক চিৎকারে স্থানীরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাকিবুল ও তার স্ত্রী সোহানাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেও তাদের ৯ মাসের কন্যা আজুয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করেন।
এ বিষয়ে দোহার থানার ডিউটি অফিসার এস আই জাহিদ বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।
Leave a Reply