জনপ্রিয় অনলাইন গেম পাবজি খেলতে গিয়ে পরিচয়। ধীরে ধীরে সে সম্পর্ক প্রেমে রূপ নেয়। এরপর প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে পাকিস্তান থেকে পালিয়ে আসেন ভারতে। ঘরও বাঁধেন। কিন্তু সে সুখ বেশি দিন টেকেনি। প্রেমিক শচীন মীনাসহ (২২) এখন জেলবন্দী পাকিস্তানি গৃহবধূ সীমা গুলাম হায়দার (২৭)।
কয়েক বছর আগে পরিচয় হয় সীমা ও শচীনের। এরপর অনেক দিন প্রেম করেছেন। সম্প্রতি সীমা সিদ্ধান্ত নেন, এখন থেকে তিনি প্রেমিকের সঙ্গে থাকবেন। গত মে মাসে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আসেন। সঙ্গে নিয়ে আসেন তাঁর চার সন্তানকেও। দিল্লি সীমানা লাগোয়া উত্তর প্রদেশের শহর নয়ডায় একটি বাড়িতে ওঠেন।
গত মঙ্গলবার পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে গ্রেপ্তারের পর সীমা ও শচীনকে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত দুই সপ্তাহের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ বলছে, মামলাটি নিয়ে তারা বিস্তারিত তদন্ত শুরু করেছে। সীমা ও শচীন সাংবাদিকদের বলেছেন, তাঁরা বিয়ে করে একসঙ্গে থাকতে চান।
Leave a Reply