নগরবাসীর সৌভাগ্য ফিরিয়ে আনতে কুমিরকে বিয়ে করেছেন মেক্সিকোর একটি শহরের মেয়র। একটি কুমিরকে নববধূর আদলে সাজিয়ে তাকে বিয়ে করেন দেশটির দক্ষিণাঞ্চলের সান পেড্রো হুয়ামেলুলা শহরের মেয়র ভিক্টর হুগো সোসা।
খবর এএফপি ও এনডিটিভি খবরে বলা হয়, ওই এলাকায় যেন ব্যাপকহারে মাছ ধরা পড়ে এবং এর মধ্য দিয়ে শহরে সমৃদ্ধি, ভারসাম্য ও শান্তি আসে- এ লক্ষ্যেই মেয়র ভিক্টর হুগো সোসা বিয়ে করেছেন অ্যালিসিয়া অ্যাড্রিয়ানা নামের কুমিরটিকে। ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই এ বিয়ে সম্পন্ন হয়।
বিয়েতে নববধূর আদলে সাজানো হয় অ্যালিসিয়া অ্যাড্রিয়ানাকে।বিয়ের আগে সবাইকে কুমিরের সঙ্গে নাচার সুযোগ দেওয়া হয়। তবে সে সময় যাতে কুমিরটি কাউকে কামড়াতে না পারে, সেজন্য তার মুখ বেঁধে রাখা হয়। পরে আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার জন্য কুমিরটিকে শহর মিলনায়তনে নিয়ে যাওয়া হয়।
Leave a Reply