পিকআপ-ট্রাকে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ-দোহারের সংবাদ – দোহারের সংবাদ
  1. admin@doharersongbad.com : admin :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা,নেই তামিম-দোহারের সংবাদ বান্দুরায় সড়কে চাঁদাবাজির ঘটনায় আটক যুবকের কারাদণ্ড-দোহারের সংবাদ দোহারে মোটরসাইকেল চাপায় পথযাত্রী নিহত-দোহারের সংবাদ কেরানীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ১৫ সদস্য আটক-দোহারের সংবাদ শুক্রাণু দিলেই শিক্ষার্থীরা পাবেন লাখ টাকা-দোহারের সংবাদ ডাকাতির ফোন স্ত্রীকে উপহারই হোল কাল-দোহারের সংবাদ পানি এখনো সরেনি নিউমার্কেটের বেচাকেনা বন্ধ-দোহারের সংবাদ নারীরা কি জুমার জামাতে শরিক হতে পারবেন? দোহারের সংবাদ সাপে কাটার পর জীবিত সাপ নিয়ে হাসপাতালে হাজির রোগী-দোহারের সংবাদ কোনোটাই আমার নেই চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা-দোহারের সংবাদ

পিকআপ-ট্রাকে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ-দোহারের সংবাদ

দোহারের সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৮২ বার পঠিত

মাত্র একদিন পরেই কোরবানির ঈদ। দিনটি উদযাপন করতে আর নাড়ির টানে বাসের ছাদসহ ট্রাক ও পিকআপভ্যানে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ।

মঙ্গলবার (২৭ জুন) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস, ঘারিন্দা বাইপাস ও রাবনা এলাকা ঘুরে এ চিত্র লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও থামানো যাচ্ছে না ঝুঁকিপূর্ণ এ যাত্রা। এতে বৃদ্ধি পাচ্ছে দুর্ঘটনার শঙ্কা।সরেজমিন দেখা গেছে, বছরের অন্য সময়ের তুলনায় ঈদযাত্রায় মহাসড়কে কয়েক দ্বিগুণ হয়েছে যানবাহনের সংখ্যা। দূরপাল্লার যাত্রীবাহী বাস, পশুবাহী বাহন ছাড়াও ট্রাক, পিকআপ, বিভিন্ন সড়কের লোকাল বাস, লেগুনায় যাত্রী পরিবহন করা হচ্ছে। ওইসব যানবাহনে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছে শিশু, বৃদ্ধ, নারী ও পুরুষরা। পাশাপাশি যাত্রী পরিবহন করছে ভাড়ায়চালিত মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকার।

মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশ নিরলস কাজ করছে।সরেজমিন কথা হয় বগুড়াগামী পোশাক শ্রমিক শিলা, বিলকিসের সঙ্গে। তারা জানান, সাভার থেকে ট্রাকে বগুড়া যাচ্ছেন। জনপ্রতি ভাড়া নেওয়া হচ্ছে দুইশ টাকা। বাসে বেশি ভাড়া দিয়ে যাওয়া সম্ভব না বলেই তারা ট্রাকে যাচ্ছেন।রংপুরগামী যাত্রী ফিরোজ বলেন, বাসের টিকিট না পেয়ে বাধ্য হয়ে ট্রাকে যাচ্ছি। পরিবার নিয়ে বাড়িতে ঈদ করবো বলে ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে।মহাসড়কে দায়িত্বরত এলেঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট শিবু নাথ সরকার বলেন, ট্রাক, পিকআপসহ খোলা পরিবহনে যাত্রী পরিবহন নিষিদ্ধ। এ ধরনের পরিবহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াসহ সতর্ক করা হচ্ছে। তবে ঘরমুখো মানুষের ভোগান্তির কথা ভেবে সব গাড়ি আইনের আওতায় আনা যাচ্ছে না।

এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ঝুঁকি নিয়ে বাড়ি ফেরার বিষয়টি লক্ষ্য করেছি। ঈদযাত্রার কারণে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে যেখান থেকে যাত্রীরা ঝুঁকি নিয়ে উঠছে, সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্বরত পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা