সৌদি আরবের রিয়াদে বিদ্যুৎস্পৃষ্টে মো. নাসির (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নাসির দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের মো. নালু মোল্লার ছেলে।
নিহত নাসিরের পরিবার সূত্রে জানা যায়, গত ৩/৪ মাস আগে জীবিকার তাগিদে নাসির মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমায়। রিয়াদের আরবাইন এলাকায় সে ওয়েল্ডিং এর কাজ করতো। (২৫ জুন) রবিবার বিকেলে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত নাসিরের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানায় তার পরিবার।
৩ ভাই বোনের মধ্যে নাসির ছিল মেঝ, বোন বড় নাসির ছোট ভাইও প্রবাসে থাকে। নাসিরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে।
Leave a Reply