বাসায় ডেকে অচেতন করে নিতেন রক্ত, অতঃপর করতেন বিক্রি-দোহারের সংবাদ – দোহারের সংবাদ
  1. admin@doharersongbad.com : admin :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা,নেই তামিম-দোহারের সংবাদ বান্দুরায় সড়কে চাঁদাবাজির ঘটনায় আটক যুবকের কারাদণ্ড-দোহারের সংবাদ দোহারে মোটরসাইকেল চাপায় পথযাত্রী নিহত-দোহারের সংবাদ কেরানীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ১৫ সদস্য আটক-দোহারের সংবাদ শুক্রাণু দিলেই শিক্ষার্থীরা পাবেন লাখ টাকা-দোহারের সংবাদ ডাকাতির ফোন স্ত্রীকে উপহারই হোল কাল-দোহারের সংবাদ পানি এখনো সরেনি নিউমার্কেটের বেচাকেনা বন্ধ-দোহারের সংবাদ নারীরা কি জুমার জামাতে শরিক হতে পারবেন? দোহারের সংবাদ সাপে কাটার পর জীবিত সাপ নিয়ে হাসপাতালে হাজির রোগী-দোহারের সংবাদ কোনোটাই আমার নেই চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা-দোহারের সংবাদ

বাসায় ডেকে অচেতন করে নিতেন রক্ত, অতঃপর করতেন বিক্রি-দোহারের সংবাদ

দোহারের সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১০৮ বার পঠিত

লোকজনের সঙ্গে সুসম্পর্ক গড়ে বাসায় ডেকে নিয়ে অচেতন করে রক্ত সংগ্রহের পর বিক্রির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনার মূলহোতা আব্দুল জলিলকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে এমন তথ্য জানান সাভার মডেল থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) নয়ন কারকুন। এর আগে বুধবার গভীর রাতে সাভারের থানা রোডের ওয়েল ফুডের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে জলিলকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা গিয়ে গ্রেফতার দেখানো হয়।গ্রেফতার আবদুল জলিল পাবনার চাটমোহর থানার মৃত ইমান আলীর ছেলে। তিনি সাভারের থানা রোডের ওয়েল ফুডের দ্বিতীয় তলায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানান, গ্রেফতার ব্যক্তি বিভিন্নজনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। পরে ওই ব্যক্তিদের কৌশলে তার ভাড়া বাসায় নিয়ে যান। সেখানেই অচেতন করে তাদের শরীর থেকে রক্ত নিয়ে মজুত করতেন। পরে সুযোগ বুঝে রক্তের ব্যাগ বিক্রি করতেন রাজধানীর বিভিন্ন ক্লিনিকে। শুধু তাই নয় অভাব ও নেশাগ্রস্তদের বাসায় ডেকে এনে নেওয়া হতো রক্ত। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযানে নামে। পরে পুলিশ গভীর রাতে জলিলকে তারা ভাড়া বাসা থেকে আটক করে। এসময় তার কাছে থাকা ১০ ব্যাগ রক্ত ও রক্ত সংগ্রহের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।গ্রেফতার জলিল বলেন, রক্ত তো জোর করে নেওয়া সম্ভব নয়। কৌশলেই নিতে হয়।এসব রক্ত রাজধানীর বিভিন্ন ব্লাড ব্যাংক ও হাসপাতালে ১ হাজার ২০০ টাকা ব্যাগ হিসেবে বিক্রি করতাম।

সাভার মডেল থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) নয়ন কারকুন বলেন, জলিলের বিরুদ্ধে মামলা দিয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তিনি অপকর্মের কথা স্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা