গত কয়েক বছর ধরে হাটে না গিয়ে ঘরে বসে ঝামেলাহীনভাবে অনলাইনে কোরবানির পশু কেনাবেচা জনপ্রিয় হয়ে উঠেছে। ভাগে পশু কোরবানি দিতে চাইলে নির্ধারিত অঙ্কের টাকা দিয়েও কোরবানিতে অংশ নেওয়া যাবে। তবে অনলাইনে পশু কিনতে গিয়ে প্রতারিত হয়েছে অনেকেই। দাম অনুযায়ী পশু না পাওয়া কিংবা ছবিতে একটি দেখিয়ে অন্য পশু দেওয়ার অভিযোগও রয়েছে অনলাইন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে।
দুই বছর আগে অনলাইনে গরু কিনতে গিয়ে প্রতারিত হন খোদ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ১ লাখ টাকা আগাম পেমেন্ট করলেও তার কাঙ্ক্ষিত গরুটি পাননি। তবে, এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনভিত্তিক গরু কিনতে গিয়ে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনভিত্তিক বিজ্ঞাপন দিয়ে কোরবানির পশু বিক্রি হচ্ছে। অনলাইনভিত্তিক সবগুলো ওয়েবসাইট ও ফেসবুক পেজ-গ্রুপে নজরদারি বাড়ানো হয়েছে। ছবিতে এক আর বাস্তবে অন্য পশু দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, অনলাইন মাধ্যমগুলো থেকে কেউ পশু কিনতে গিয়ে প্রতারিত হলে র্যাব কন্ট্রোল রুমে যোগাযোগ করুন। আমাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।অনলাইনে কেনাকাটা সম্পর্কে তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে অনলাইন শপিং হয়। এরই মধ্যে বেশ কিছু প্রতারণার অভিযোগ আমরা পেয়েছি। যে কেউ অনলাইনে কেনাকাটায় প্রতারিত হলে আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করলে ব্যবস্থা নেবো।ছবি সংগৃহীত
Leave a Reply