ঢাকার দোহারে দক্ষিণ জয়পাড়া দাসপাড়া একতা যুবসংঘ দুর্গা মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিদ্দিক নামের একজনকে আটক করেছে দোহার থানা পুলিশ। আটককৃত সিদ্দিক উপজেলার বটিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সিদ্দিক একটি লোহার রড দিয়ে মন্দিরের তালা ভেঙ্গে মন্দিরে প্রবেশ করেই প্রতিমাগুলো ভাঙ্গতে শুরু করে। এরপর সেখান থেকে চলে যাওয়ার সময় স্থানীয়রা সিদ্দিককে আটক করে পুলিশে সোপর্দ করে।
দক্ষিণ জয়পাড়া দাসপাড়া একতা যুবসংঘ দুর্গা মন্দিরের সভাপতি নিতাই কর্মকার বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছেন।
এ বিষয়ে দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, অভিযুক্ত সিদ্দিককে আমরা আটক করেছি। নিয়মিত মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনার পেছনে আরও কেউ আছে কিনা সে বিষয়টিও তদন্ত করে দেখা হবে।
Leave a Reply