প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, অনেকেই ভেবেছিলেন যে ডিজিটাল বাংলাদেশে পরিণত হওয়া সম্ভব নয়। কিন্তু আমরা সেটা সম্ভব করে দেখিয়েছি। ডিজিটাল বাংলাদেশ থেকে এবার আমরা কীভাবে স্মার্ট বাংলাদেশে পৌঁছে যাবো, সেই লক্ষ্যে কাজ করছি।
শনিবার (১৭ জুন) ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) ২০২৩’-এর অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জমকালো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সালমান এফ রহমান বলেন, সরকারের কাজ হলো অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া। আর বেসরকারি খাতকে সুযোগ দেওয়া। আমরা অনুকূল পরিবেশ পেলে আমরা পারি। বর্তমানে ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ডে ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে ব্যাংক লোন সুবিধাসহ বিভিন্ন সুযোগ গ্রহণ করতে পারছেন তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ২০১৫ সালের শুরু থেকে ১০ বছরে প্রায় ৪০০ স্টার্টআপ আইডিয়া প্রকল্প থেকে ফান্ড করেছিলাম। এর থেকে প্রায় ৩০ শতাংশ স্টার্টআপ এখনো বেঁচে আছে এবং তারা লড়াই করে টিকেও আছেন। তাদের মধ্যে প্রায় ১০ শতাংশ স্টার্টআপ প্রি-সিড ও গ্রোথ পর্যায়ে উন্নীত হয়েছে। আমরা জাতি হিসেবে সাহসী। বঙ্গবন্ধু অসম্ভবকে সম্ভব করেছেন। সেখান থেকে অনুপ্রাণিত হয়েই আমরা চালু করেছি ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট’।এতে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক (গ্রেড-১) রণজিৎ কুমার ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মো. আলতাফ হোসেন।ফাইল ছবি
Leave a Reply