ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাদক সেবন দায়ে ৩ জনকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. আ. হালিম এ দণ্ড প্রদান করেন।
কারাদণ্ড প্রাপ্তরা হলো- উপজেলার বান্দুরা ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে মাসুদ রানা(৩০), শফিউদ্দিনের ছেলে মো. হোসেন(৩২) ও কলাকোপা ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে কাজল শেখ(৩৪)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার উপজেলার মাঝিরকান্দা এলাকায় ইয়াবা সেবনরত অবস্থায় মাসুদ রানা ও মো. হোসেনকে ভ্রাম্যমাণ আদালত মাদকের বিরুদ্ধে অভিযানকালে আটক করে। অপরদিকে, উপজেলার কলাকোপা কোকিল প্যারি স্কুলের পেছন থেকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একই অপরাধে কাজল শেখ নামে আরও একজনকে আটক করে। পরে রাতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের অপরাধে আটককৃতদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply