কেরানীগঞ্জে পুলিশ অফিসার পরিচয় প্রদান করে প্রতারণা করার সময় এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ লিটন (৩০)। র্যাব-১০ এর মিডিয়া সেল জানায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জের ভাওয়ার ভিটি এলাকায় অভিযান চালিয়ে সহকারী পুলিশ সুপার পরিচয় দানকারী প্রতারণা চক্রের ভুয়া পুলিশ মোঃ লিটনকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ২টি ভুয়া পুলিশ আইডি কার্ড, ২টি ল্যাপটপ, ১টি সিডি ড্রাইভ, ৩টি হার্ডডিক্স, ২টি ভুয়া এনআইডি কার্ড, ২টি পেনড্রাইভ, ২টি মডেম, ৩টি মোবাইল ও ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন প্রতারক চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় সাময়িক বাসা ভাড়া নিয়ে অবস্থান করে এবং পুলিশের এএসপি এর পরিচয় প্রদান করে জনসাধারনের মূল্যবান জিনিসপত্র প্রতারণার মাধ্যমে আত্মসাত করে আসছিল বলে জানা যায়।গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply