ঢাকার দোহার উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও দোহার-নবাবগঞ্জ (ঢাকা-১) আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিলাসপুরে দোহার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক বাসার চোকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক বাশার মৃধা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ মানিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সাদ্দাম, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার, সহ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন দোহার পৌরসভার ২ং ওয়ার্ড কাউন্সিলর শওকত বেপারী।
এ সময় সালমান এফ রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply