প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে ঢাকার দোহারে বিক্ষোভ মিছিল করেছে দোহার উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে দোহার উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের হয়ে মিছিলটি জয়পাড়া বাজার প্রদক্ষিণ করে লটাখোলা করম আলীর মোরে গিয়ে এক পথসভার মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, দোহার পৌরসভার মেয়র আলমাস উদ্দিন, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক বাসার চোকদার, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সাদ্দাম, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার, রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুণ সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় মিছিলে অংশগ্রহনকারীরা রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে হুমকি দাতা চাঁদকে গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Leave a Reply