সাভারের কাঠগড়ায় গ্যাস সিলিন্ডার গোডাউনে বিস্ফোরণ-দোহারের সংবাদ – দোহারের সংবাদ
  1. admin@doharersongbad.com : admin :
সোমবার, ২৯ মে ২০২৩, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :

সাভারের কাঠগড়ায় গ্যাস সিলিন্ডার গোডাউনে বিস্ফোরণ-দোহারের সংবাদ

দোহারের সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৭৯ বার পঠিত

ঢাকার সাভারে সিলিন্ডার রিফিলের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ফলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুরো দোকানটি আগুনে পুড়ে যায়।

বৃহস্পতিবার (৪ মে) ভোর ৬টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকার এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, আবাসিক এলাকার মধ্যেই গোডাউনটিতে গ্যাস সিলিন্ডার রিফিল করা হতো। বৃহস্পতিবার ভোরে হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে। এসময় পুরো গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির বলেন, ভোরে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও সিলিন্ডার মজুত করা টিনশেড গোডাউনটি পুড়ে যায়। গোডাউনটিতে ৩০-৪০টি ডাবল ও সিঙ্গেল পার্টের সিলিন্ডার মজুদ ছিল। এর মধ্যে পাঁচ-ছয়টি সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে ধারণা করা হচ্ছে।তিনি আরও বলেন, কোনো ধরনের অনুমোদন ছাড়াই সেখানে সিলিন্ডার মজুত করে রিফিল করা হতো। তাদের কোনো ফায়ার লাইসেন্সও ছিল না। এখন বিস্ফোরক অধিদপ্তর বিষয়টি দেখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা