গাধা দিয়ে টেনে ফিরিয়ে দেওয়া হলো গাড়ি-দোহারের সংবাদ – দোহারের সংবাদ
  1. admin@doharersongbad.com : admin :
সোমবার, ২৯ মে ২০২৩, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :

গাধা দিয়ে টেনে ফিরিয়ে দেওয়া হলো গাড়ি-দোহারের সংবাদ

দোহারের সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১২১ বার পঠিত

নতুন গাড়ি কেনা হয়েছে মাত্র ৪৫ দিন। কিন্তু এরমধ্যেই যান্ত্রিক সমস্যায় অতিষ্ট মালিক। শোরুমে বারবার জানিয়েও মেলেনি স্থায়ী সমাধান। শেষপর্যন্ত গাধার সাহায্যে টানতে টানতে গাড়িটি শোরুমেই ফিরিয়ে দিলেন ভুক্তভোগী। ব্যান্ড বাজাতে বাজাতে নষ্ট গাড়ি শোরুমে ফিরিয়ে দেওয়ার এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে এলাকায়।

জানা যায়, গত মঙ্গলবার (২৫ এপ্রিল) ঘটনাটি ঘটে ভারতের রাজস্থানে। উদয়পুরের সুন্দরবাস এলাকার বাসিন্দা রাজ কুমার গায়ারি জানান, তার চাচা শঙ্করলাল উদয়পুরের মাদ্রি ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি শোরুম থেকে সাড়ে ১৭ লাখ রুপিতে একটি নতুন গাড়ি কিনেছিলেন। কিন্তু কেনার পর থেকেই গাড়িটিতে বারবার কারিগরি সমস্যা দেখা দেয়। বিষয়টি অনুমোদিত সার্ভিস সেন্টারেও জানানো হয়। কিন্তু তাতে লাভ হয়নি, শুধু হতাশাই বেড়েছে।রাজ কুমার জানান, গাড়িটি দু’বার সার্ভিস সেন্টারে নেওয়া হয়েছিল। কিন্তু কোনো সন্তোষজনক সমাধান দিতে পারেনি তারা।তিনি বলেন, গত দুদিন একটি পারিবারিক অনুষ্ঠানের মধ্যে গাড়িটি স্টার্ট দেওয়ার জন্য বেশ কয়েকবার ধাক্কা দিতে হয়েছে। সার্ভিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিনিধিরা বলেন, ব্যাটারির কারণে সমস্যা হচ্ছে এবং ব্যাটারি চার্জ হওয়ার জন্য কিছু দূর গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়।কিন্তু সব ধরনের চেষ্টার পরেও সমস্যার সমাধান হয়নি। রাজ কুমার বলেন, এত ট্রমার মধ্য দিয়ে যাওয়ার পরে আমরা সবশেষ গাড়িটি শোরুমেই ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেই।

তিনি জানান, গাড়িটি বর্তমানে শোরুমে রয়েছে। এটি বদলে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।তবে শোরুমের প্রতিনিধি আত্মপক্ষ সমর্থন করে বলেন, নতুন মালিক গাড়িতে কিছু পরিবর্তন (মডিফিকেশন) এনেছেন। এজন্যই বৈদ্যুতিক ত্রুটি দেখা দিচ্ছে। তিনি বলেন, আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা