ঈদে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরিতে মোটরসাইকেল পারাপারের সিদ্ধান্ত বিআইডাব্লিউটিসির ভাড়া ১৫০টাকা-দোহারের সংবাদ – দোহারের সংবাদ
  1. admin@doharersongbad.com : admin :
সোমবার, ২৯ মে ২০২৩, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :

ঈদে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরিতে মোটরসাইকেল পারাপারের সিদ্ধান্ত বিআইডাব্লিউটিসির ভাড়া ১৫০টাকা-দোহারের সংবাদ

দোহারের সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২২০ বার পঠিত

পবিত্র ঈদুল-ফিতরকে কেন্দ্র করে আগামী ১৮ এপ্রিল থেকে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরিতে মোটরসাইকেল পারাপারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি)। প্রতিদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুটি ফেরিতে মোটরসাইকেল পারপার করা হবে। এজন্য প্রতি মোটরসাইকেলের ভাড়া পড়বে ১৫০ টাকা।শনিবার (১৫ এপ্রিল) দুপুরে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার আইডাব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা ফেরিঘাট ও নৌপথের চ্যানেল পরিদর্শন করেছেন। চ্যানেলের নাব্য সংকট এরই মধ্যে নিরসন হয়েছে। ঈদকে কেন্দ্র করে মিডিয়াম ফেরি কুঞ্জলতা ও কে টাইপ ফেরি কুমিল্লা দিয়ে মোটরসাইকেল পারাপার করা হবে। এরই মধ্যে পন্টুন, চ্যানেলসহ যাবতীয় বিষয় প্রস্তুত করা হবে। তবে চাপ বাড়লে ফেরি সংখ্যা বাড়ানো হবে।তিনি আরও জানান, ঈদকে কেন্দ্র করে দক্ষিণ বঙ্গের প্রচুর মানুষ এ রুট দিয়ে বাড়ি ফিরবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরিতে মোটরসাইকেল পারাপার অব্যাহত থাকবে। শিমুলিয়ায় মোট চারটি ফেরিঘাটের মধ্যে মোটরসাইকেল পারাপারে ভিআইপি ফেরিঘাট (৪ নম্বর) ব্যবহার করা হবে।ফাইল ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা