দীর্ঘদিন অসুস্থ থাকার পর আবার গানে ফিরছেন দেশের অন্যতম খ্যাতনামা সংগীত শিল্পী রিংকু। গীতি কবি সঞ্জয় শীলের কথায়, এস কে শানুর সুরে “দোষ দিলে গো আমায়” গান দিয়ে আবার সংগীত জগতে ফিরছেন রিংকু, এমনটাই জানা গেছে। গানটির রেকর্ডিং চলছে। গানটি মুক্তি পাবে “গানের হাট” নামক ইউটিউব চ্যানেল থেকে। এমনটাই নিশ্চিত করেছেন গানটির সঙ্গীত পরিচালক আতিকুর রহমান আতিক।
দীর্ঘ প্রতিক্ষার পর রিংকু ভক্তরা পেতে যাচ্ছেন নতুন গান। ভক্তদের আশা গানটি মুক্তি পাওয়ার পর দেশে বিদেশে ব্যাপক সারা ফেলবে।
Leave a Reply