ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রাতের আধারে হেলাল মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন পরিবার। এঘটনা উদঘাটনে পুলিশ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানা যায়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
রোববার ভোরে উপজেলার বক্সনগর ইউনিয়নের ছোট রাজপাড়া এলাকার একটি পুকুরপাড় থেকে থানা পুলিশ হেলাল মিয়ার মৃতদেহ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।
Leave a Reply