দোহারে ৮০ মণ জাটকাসহ আটক ৭ জেলে-দোহারের সংবাদ – দোহারের সংবাদ
  1. admin@doharersongbad.com : admin :
সোমবার, ২৯ মে ২০২৩, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :

দোহারে ৮০ মণ জাটকাসহ আটক ৭ জেলে-দোহারের সংবাদ

দোহারের সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২২৫ বার পঠিত

ঢাকার দোহারে ৮০ মণ জাটকা ইলিশসহ সাত জেলেকে আটক করেছে দোহারের কুতুবপুর নৌ-পুলিশ।

রোববার ভোরে অভিযান চালিয়ে উপজেলার বাহ্রাঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন পাবনা জেলার আমিনপুরের ঢালারচর গ্রামের মৃত শাহাবুদ্দিন মণ্ডলের ছেলে গফুর মণ্ডল (৩৯), একই এলাকার মো. রহম মোল্লার ছেলে মো. সাইফুল (২৭), নারাদা গ্রামের মো. তোফাজ্জল মন্ডলের ছেলে মো. পিয়ার আলী (২৯), চর আব্দুল শুকুর গ্রামের মো. দুলাল ফকিরের ছেলে মো. মান্নান ফকির (৩৭), মোল্লা মারা গ্রামের মো. পলাই সরদারের ছেলে মো. বজলু সরদার (৩৭), ধারাইল গ্রামের মৃত পকেল মন্ডলের ছেলে শাহীন মণ্ডল (২৯) ও কর সাইলকা গ্রামের মৃত সবুরের ছেলে মো. বাদশা মিয়া (৩৭)।

কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জহুরুল ইসলাম বলেন, গোপন সূত্রে জানতে পারি, মাওয়া-সুরেশ্বর থেকে দোহারের পদ্মা নদী দিয়ে বিপুল পরিমাণ জাটকা ইলিশ নিয়ে দুটি মাছ ধরার ট্রলার পাবনার বেড়া বাজারের উদ্দেশে যাচ্ছে। যাওয়ার পথে ধূলসুরা পদ্মা নদী থেকে তাদের আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা