নবাবগঞ্জে ৫ খাবারের দোকানে অভিযান ৩০হাজার টাকা জরিমানা-দোহারের সংবাদ – দোহারের সংবাদ
  1. admin@doharersongbad.com : admin :
সোমবার, ২৯ মে ২০২৩, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :

নবাবগঞ্জে ৫ খাবারের দোকানে অভিযান ৩০হাজার টাকা জরিমানা-দোহারের সংবাদ

দোহারের সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১২১ বার পঠিত

পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য নিরাপত্ত্বা নিশ্চিত করতে ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদরের কাচ্চি ডাইন, হাজি বিরিয়ানী ঘরসহ ৫টি খাবারের দোকানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (১ এপ্রিল) উপজেলার বাগমারা বাজার ও নবাবগঞ্জ চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

খাদ্যে ভেজাল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বাসি-পঁচা খাবার প্রস্তুতের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, নষ্ট চাটনী ও মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির অপরাধে নবাবগঞ্জ চৌরাস্তা সংলগ্ন কাচ্চি ডাইন, হাজি বিরিয়ানী ঘর, সিয়াম হোটেল ও সেভ এন্ড সেইফ হোটেল প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়া বাগমারা বাজারের হাজী বিরিয়ানি হোটেলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং বাসি খাবার বিক্রির অপরাধে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম জানান, অর্থদণ্ডপ্রাপ্ত প্রত্যেক ব্যবসায়ীকে খাদ্যের মান নিশ্চিত, স্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, বাসি পঁচা খাবার বিক্রি বন্ধ নিশ্চিত করার জন্য সচেতন করা হয়েছে। তাছাড়াও পণ্যের অতিরিক্ত মূল্য না রাখার জন্য সতর্ক করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানার পুলিশ।

খাদ্য নিরাপত্ত্বা নিশ্চিত করতে নবাবগঞ্জ উপজেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে হঁশিয়ারি করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা