ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযানে আটক সাফিন আলম, মিলন রাজবংশী, গোপাল, আলম, বিরেন, রতন, দীপংকর, নাসির উদ্দীন নামে ৮ মাদক কারবারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১ মার্চ) নবাবগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মাদকদ্রব্য সেবন ও ব্যবহারের অপরাধে বিরেন রাজবংশীকে ৩ মাসের কারাদণ্ড। সাফিন আলম, মিলন রাজবংশী, গোপাল ও আলম নামে ৪ জনকে ১৫ দিন করে কারাদণ্ড। রতন ও নাসির উদ্দীনকে ২ মাস করে কারাদণ্ড এবং দীপংকরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
অভিযান পরিচালনায় সহায়তা করেন নবাবগঞ্জ থানার পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম জানান, নবাবগঞ্জ উপজেলায় মাদক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
Leave a Reply