ঢাকার নবাবগঞ্জ উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে কৃষি জমির মাটি কেটে বিক্রির অপরাধে নজরুল ইসলাম নামে এক মাটি কারবারীর ২০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। তাছাড়াও মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু ও মাহেন্দ্র গাড়ি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নিবাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।
কারাদণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম দোহার উপজেলার নারিশা এলাকার ইস্রাফিল বেপারির ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, সংবাদ পাওয়ার পর বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে গোবিন্দপুর চক এলাকায় কৃষি জমির মাটি কাটছিল। এসময় ঘটনাস্থল থেকে নজরুল ইসলামকে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে নিবাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালত নজরুল ইসলামকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। তাছাড়াও মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু ও মাহেন্দ্র গাড়ি জব্দ করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নিবাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম জানান, নবাবগঞ্জ উপজেলায় কৃষি জমি রক্ষায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
Leave a Reply