এবার ভারত বানালো উড়ন্ত ট্যাক্সি-দোহারের সংবাদ – দোহারের সংবাদ
  1. admin@doharersongbad.com : admin :
বুধবার, ২২ মার্চ ২০২৩, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আজ ৩৯ হাজার ৩৬৫ পরিবার পাচ্ছে নতুন ঘর-দোহারের সংবাদ দোহারে ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত-দোহারের সংবাদ দোহারের মাহমুদপুরে আগামীকাল ঘর পাবে ১৯ গৃহহীন পরিবার-দোহারের সংবাদ বৃষ্টি হতে পারে আজও, সঙ্গে ঝোড়ো হাওয়া-দোহারের সংবাদ বৈরী আবহাওয়া সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ, আটকা হাজারো পর্যটক-দোহারের সংবাদ দোহারে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন-দোহারের সংবাদ মহানায়কের জন্মদিন আজ-দোহারের সংবাদ কলেজ গেটে ফেস্টুন টাঙিয়ে প্রেমিকাকে ফিরে আসার আহ্বান প্রেমিকের-দোহারের সংবাদ বাংলাদেশ এখন কৃষি ও প্রাণিজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ: সালমান এফ রহমান-দোহারের সংবাদ কেরানীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান ২০ লাখ টাকা জরিমানা-দোহারের সংবাদ

এবার ভারত বানালো উড়ন্ত ট্যাক্সি-দোহারের সংবাদ

দোহারের সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১১৩ বার পঠিত

গাড়ির মধ্যে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে রয়েছেন? মন চাচ্ছে, গাড়িসহ উড়ে গিয়ে গন্তব্য পৌঁছাতে? আপনার স্বপ্ন পূরণের মতো চমৎকার একটি যান নির্মান করেছে ভারতের আইআইটি মাদ্রাজ। মুহূর্তেই এক জায়গা থেকে আরেক জায়গায় উড়িয়ে নিয়ে যাবে এ ‘ইলেকট্রিক ফ্লাইং ট্যাক্সি’ বা ‘উড়ন্ত ট্যাক্সি’।

এরই মধ্যে ভারতজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে এ উড়ন্ত ট্যাক্সি। সম্প্রতি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত অ্যারো ইন্ডিয়া শো-তে এ ট্যাক্সির একটি প্রোটোটাইপ সামনে আনে ই-প্লেন নামক একটি স্টার্ট-আপ কোম্পানি।নির্মাকারী কোম্পানি সূত্রে জানা যায়, এ ট্যাক্সি একবারের চার্জে প্রায় ২০০ কিলোমিটার পর্যন্ত উড়তে পারবে। ই-প্লেনের দাবি, এটির গতি চার চাকার গাড়ির তুলনায় ১০ গুণ। মূলত শহরের যানজট থেকে মুক্তি দেওয়াই এ ট্যাক্সির প্রাথমিক লক্ষ্য। তারা আরও জানায়, এতে জনপ্রতি ভাড়া উবারের তুলনায় কিছুটা বেশি হবে।কোম্পানিটি আরও জানায়, উড়ন্ত এ ট্যাক্সি ল্যান্ড করাতে খুব বেশি জায়গার প্রয়োজন হবে না। মাত্র ২৫ স্কোয়ার মিটার জায়গাতেই এটি পার্ক করা যাবে। ২০০ কেজি ওজনের এই ইলেকট্রিক ট্যাক্সির প্রপেলারে ৪টি ডাক্ট ফ্যান বসানো রয়েছে।

তবে মন খারাপের বিষয় হলো এ ট্যাক্সিতে মাত্র দুজন যাত্রী বসতে পারেন। পরিবারের সব সদস্যকে নিয়ে উড়াল দেওয়ার সুযোগ নেই। তবে ই-প্লেন জানায়, আগামীদিনে আসন সংখ্যা বাড়িয়ে ৪টি করা হবে।ই-প্লেন কোম্পানির প্রধান নির্বাহী (সিইও) প্রাঞ্জল মেহেতা ও সত্য চক্রবর্তী বলেন, আমরা ইলেকট্রিক গ্রাউন্ড ট্রান্সপোর্টেশনের একটি ভিডিও থেকে এ ধরনের আকাশযান তৈরির ধারণা পাই। ট্যাক্সিটি এক ভবনের ছাদ থেকে আরেক ভবনের ছাড়ে উড়ে যাওয়ার জন্য খুবই উপযুক্ত।

এ ট্যাক্সি তৈরি করতে ই-প্লেন কোম্পানি প্রায় ১০ লাখ ডলারের তহবিল সংগ্রহ করেছে। তবে বর্তমানে এটি চালাতে একজন পাইলটের প্রয়োজন। তবে নির্মাণকারী প্রতিষ্ঠানের দাবি, ভবিষ্যতে তারা আকাশযানটিকে পুরোপুরি সয়ংক্রিয় করে তুলতে চায়।

ই-প্লেন বলছে, উড়ন্ত ট্যাক্সিটি এক হাজার ৫০০ ফুট বা ৪৫৭ মিটার উচ্চতা পর্যন্ত উড়তে পারে। ঘণ্টায় ১৫০ থেকে ২০০ কিলোমিটার গতিতে উড়তে পারে এটি। উড়ে চলার শক্তি হিসেবে ট্যাক্সিতে দেওয়া হয়েছে একটি নন-রিমুভাল ব্যাটারি। তবে আগামীদিনে পরিবর্তনযোগ্য ব্যাটারি স্থাপন করা হবে।এ বছরের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত কনজিউমার ইলেকট্রনিক্স শোতে উড়ন্ত গাড়ি প্রদর্শন করে জার্মান গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান ফক্সওয়াগন। তার আগে ২০২২ সালের ১০ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের আকাশে ওড়ে চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি এক্সপেং আইএনসির তৈরি একটি গাড়ি। তার আগে সুইডেন ও যুক্তরাষ্ট্রও নিজেদের উড়ন্ত গাড়ির পরীক্ষা চালায়। ছবি সংগৃহীত।

সূত্র: মিন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা