সুন্নতে খাতনার অনুষ্ঠানে দাওয়াত না দেওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে, ৮ জন আহত-দোহারের সংবাদ – দোহারের সংবাদ
  1. admin@doharersongbad.com : admin :
সোমবার, ২৯ মে ২০২৩, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :

সুন্নতে খাতনার অনুষ্ঠানে দাওয়াত না দেওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে, ৮ জন আহত-দোহারের সংবাদ

দোহারের সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ৩২৯ বার পঠিত

ঝিনাইদহের শৈলকুপার মনোহরপুর গ্রামে সুন্নতে খাতনার দাওয়াত দেওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।পুলিশ জানায়, উপজেলার মনোহরপুর গ্রামের রফিকুল ইসলামের সঙ্গে প্রতিবেশী রাজিবের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই প্রেক্ষিতে রফিকুল তার ছেলের সুন্নতে খাতনার অনুষ্ঠানে দাওয়াত না দিলে আরো ক্ষিপ্ত হন রাজিব। বিকেলে কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে রফিকুল নামের একজনকে কুপিয়ে আহত করেন তারা। এ নিয়ে তাৎক্ষণিক উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। ছবি সংগৃহীত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা