দোহারে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ছিনতাইকারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার-দোহারের সংবাদ – দোহারের সংবাদ
  1. admin@doharersongbad.com : admin :
সোমবার, ২৯ মে ২০২৩, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :

দোহারে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ছিনতাইকারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার-দোহারের সংবাদ

দোহারের সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ২৩৬ বার পঠিত

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে উপজেলার সোনার বাংলা এলাকা থেকে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে নগদ চার লক্ষ ৭৪ হাজার টাকা, স্বর্ণালংকার, ৭টি অ্যানড্রোয়েট মোবাইল ফোন ও ৩টি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ।

আসামীরা হলেন-মেঘুলা শিবু ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া সুশীল রাজবংশীর ছেলে রমন রাজবংশী (১৯), একই এলাকার জালাল শেখের ছেলে ইয়াসিন (১৯) ও সোনার বাংলা গ্রামের লাল মিয়ার ছেলে নয়ন (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৪ জানুয়ারী) দিবাগত রাতে দোহার থানা ওসি মোঃ মোস্তফা কামাল এবং ওসি (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম এর নির্দেশনা অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ এনামুল হক খান ও এএসআই নান্টু কৃষ্ণ মজুমদারসহ সঙ্গীয় ফোর্সের সহায়তা অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের তিন মাস পর ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে চার লক্ষ ৭৪ হাজার টাকা, স্বর্ণালংকার, ৭টি অ্যানড্রোয়েট মোবাইল ফোন ও ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। পরে বৃহস্পতিবার (৫ জানুয়ারী) সকালে গ্রেপ্তারকৃত তিনজনকে ৩৯৪ ধারায় মামলা করে আদালতে প্রেরণ করা হয়।

এ ঘটনায় দোহার থানা ওসি (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, ১৪ সেপ্টেম্বর দোহারে জয়পাড়ায় সুশীল পাল নামে এক স্বর্ণ ব্যবসায়ী রাতে তার দোকান বন্ধ করে বাড়িতে ফেরার সময় উপজেলার খারাকান্দা এলাকায় এলে আগ থেকে ওঁত পেতে থাকা ছিনতাইকারীরা তাকে অতর্কিত ভাবে হামলা করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে যায়। পরে এ ঘটনায় দোহার থানায় একটি মামলা দায়ের করেন সুশীল পাল। সেই মামলা তদন্তের মাধ্যমে ছিনতাই ঘটনার তিন মাস পর ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরে মামলা দিয়ে তাদের আদালতে প্রেরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা