ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে একাধিক মামলার তিন আসামিকে মাদকসহ গ্রেপ্তারের পর আদালতে পাঠিয়েছে দোহার থানা পুলিশ।গ্রেপ্তাররা হলেন- দোহারের ইকরাশির শান্তিপুর গ্রামের জুলহাস ওরফে দস্যু জুলহাস, বড় ইকরাশি গ্রামের বিপ্লব ও নবাবগঞ্জের বান্দুরার সুজন ওরফে সান্ধার সুজন।
এএসআই নান্টু জানান, গ্রেপ্তাররা চিহ্নিত মাদক ব্যবসায়ী। এদের মধ্যে জুলহাস মাদক, অস্ত্র, ডাকাতি, মারামারি ও পুলিশ এ্যসল্ট মামলাসহ সাতটি মামলার আসামি। এছাড়াও অপর দুই আসামি একাধিক মামলার আসামি। তাদের নামে দোহার থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলাসহ অন্যান্য মামলা রয়েছে।
শুক্রবার (দিবাগত) রাতে গোপন তথ্যের ভিত্তিতে ওই আসামিদের নিজ নিজ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় আসামিদের কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন, ৬০ গ্রাম বরফ ও ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানান এএসআই নান্টু।
Leave a Reply