দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ
দোহার নবাবগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের বার্ষিক ৩য় বার্ষিক সাধারণ সভা শুক্রবার বিকেলে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বলমন্তচর স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দোহার নবাবগঞ্জ উপজেলার সদ্য অবসরপ্রাপ্ত ব্যাংকার, নতুন ব্যাংকার ও পদোন্নতিপ্রাপ্ত ব্যাংকারদের শুভেচ্ছা স্মারক ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপালী ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড ও কর্মসংস্থান ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহাম্মদ ইসহাক মিয়া।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. শামসুদ্দিন আহমেদ, মার্কেন্টাইল ব্যাংকের কোম্পানি সচিব আবু আজগর হারুনী, অতিরিক্ত পরিচালক বিপ্লব কুমার মন্ডল, সোস্যাল ইসলামি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. মশিউর রহমান, এসোসিয়েশনের অর্থ সম্পাদক মো. শামসুল আলম, সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ- সভাপতি জনাব আবু আইয়ুব ভূঁইয়া, মো. শামসুল আলম খান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আল হক, মো. লিমন সিকদার, প্রবীন ব্যাংকার মো. মোস্তাক হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অগ্রণী ব্যাংক কোমরগঞ্জ শাখার ব্যবস্থাপক মাহমুদুল হক ও ওয়ান ব্যাংকের সাইফুল ইসলাম।
Leave a Reply