দুই ম্যাচে খেলা শেষে এইচ গ্রুপে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়াকে নিয়ে এখনো আশাবাদের কথা জানিয়ে মিন্টু বলেন, কোরিয়া প্রথম ম্যাচে উরুগুয়ের সঙ্গে ড্র করেছে। দ্বিতীয় ম্যাচে ঘানার সঙ্গে ৩-২ গোলে পরাজিত হয়েছে। সামনে মাত্র একটি ম্যাচ বাকি আছে পর্তুগালের সঙ্গে। পয়েন্ট টেবিলে পর্তুগালের ৬, ঘানার ৩, দক্ষিণ কোরিয়ার ১ ও উরুগুয়ের ১ পয়েন্ট আছে। যদি পর্তুগালের সঙ্গে কোরিয়া জয় পায় এবং উরুগুয়ে ঘানার সঙ্গে জয়ী হয় তাহলে নকআউটে উঠবে তারা। কারণ দক্ষিণ কোরিয়ার গোল সংখ্যা বেশি, গোল শট বেশি এবং হলুদ কার্ডও কম। সবদিক বিবেচনায় দক্ষিণ কোরিয়া এখন পর্তুগালকে হারাবে।
Leave a Reply