দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকার দোহারে পুলিশের অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামালের নির্দেশে শনিবার বিকেল তিনটা থেকে উপজেলার করমআলীর মোড়ে অভিযান পরিচালনা করেন দোহার থানা এএসআই নান্টু কৃষ্ণ মজুমদারসহ সঙ্গীয় ফোর্স। প্রায় দুই ঘন্টার অভিযান শেষে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেন। যার বাজার মূল্য আনুানিক ২ লাখ টাকা। গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা এলাকার গাঁজা ব্যবসায়ী মনির হোসেন (৪৫), কেরানীগঞ্জ মডেল থানা এলাকার বাবু (২৪) ও দ্বীন ইসলাম (৩০)। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।
দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল জানান আসামীগন দীর্ঘদিন যাবৎ দোহার থানা এলাকাসহ ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় গাঁজা সরবরাহ করে আসছিল। গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে তাদের আমরা গ্রেফতার করি এবং নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। মাদক নিরাময়ে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply