দুয়ারে কড়া নাড়ছে কাতার ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে বিশ্বজুড়ে চলছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। খেলা শুরু হওয়ার আগে পছন্দের দলের পতাকা ও জার্সি কেনার ধুম পড়েছে। ক্রেতাদের চাপে খাওয়ারও সময় পাচ্ছেন না বিক্রেতারা।
বিক্রেতা আলী হোসেন বলেন, শিশুদের জার্সি ১৩০-১৫০ টাকা। বড়দের জার্সি ২০০-২৫০ টাকা টাকা বিক্রি করছি। আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি সমান তালে বিক্রি হচ্ছে। তবে, অন্য দলের জার্সির চাহিদা কম। প্রতিবারের চেয়ে এবার বিক্রি অনেক বেশি। একদিনে সর্ব্বোচ্চ ৮০-৯০টা জার্সি বিক্রি হয়।
বেশি বিক্রি হয় ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল ও স্পেনের পতাকা। বেচাকেনা এত বেশি যে খাওয়ারও সময় পাচ্ছি না।
এদিকে বিশ্বকাপের উন্মাদনাকে ঘিরে বিভিন্ন এলাকা ঘুরে পতাকা বিক্রি করছেন ভ্রাম্যমাণ বিক্রেতারাও। জাতীয় বিভিন্ন দিবস ও ফুটবল-ক্রিকেট বিশ্বকাপে বিভিন্ন জেলায় পতাকা বিক্রি করেন আয়ুব আলী। তিনি বলেন, ১৭ বছর যাবত দেশের বিভিন্ন জেলায় ঘুরে পতাকা বিক্রি করে আসছি। পতাকা বিক্রি করেই আমার সংসার চলে। আমার কাছে ছোট বড় মাঝারি পতাকা আছে। ছোট পতাকা ১০ টাকা ও বড়গুলো ৮০ থেকে ১০০ টাকা বিক্রি করি। এবার বেচাকেনা ভালো। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা বেশি বিক্রি হচ্ছে।
Leave a Reply