ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একটি বালুবাহী ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক আরোহী।
কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া পুলিশ ফাঁড়ীর এসআই উমর ফারুক জানান, উপজেলার কলাতিয়া আঁটিবাজার সড়কে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুল ইসলাম শুভ (২৫) উপজেলার ঘাটারচর এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে।
এসআই উমর ফারুক জানান, রাতে শুভ ও তার এক বন্ধু কলাতিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে ঘাটারচর যাচ্ছিলেন এসময় দ্রুতগতিতে আসা একটি বালুবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই শুভর মৃত্যু হয়। তবে অপর আরোহী সুস্থ আছেন।
সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ট্রাক চালকের সহকারীকে আটক করাসহ ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
Leave a Reply