ঢাকার দোহার উপজেলার জয়পাড়া খারাকান্দা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রায় ২৪ লক্ষ সাত হাজার পাঁচশত টাকা মুল্যের বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল জব্দ করা হয়। সোমবার দুপুরে মৈনটঘাট এলাকায় জব্দকৃত চায়না জাল জনসম্মুখে পুড়িয়ে তা ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি মুস্তাফিজুর রহমান।স্থানীয় সূত্র জানায়, ওই এলাকায় দীর্ঘ দিন ধরে এই চায়না জাল উৎপন্ন করে আসছিল একটি কারখানায়। প্রশাসনসহ অন্যদের দিক পর্যালোচনার জন্য কারখানার মালিক পক্ষ কারখানায় সিসি ক্যামেরা বসিয়েছিলো। যেটি দিয়ে কারখানা ভিতরে বসে বাহিরের সব কিছু দেখতে পারতেন। এমন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে অভিযান পরিচালনা করেন, দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান।দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি মুস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, খারাকান্দায় চায়না জালের গাড়ি লোড করা হচ্ছে। আমরা দ্রুত ঘটনা স্থলে যাই।সেখানে কোন মালিক পক্ষ পাইনি। এসময়ে ট্রাকের হেল্পার ইমরান ও কারখানার শ্রমিক মোক্তার হোসেন নামে দুই জনকে আটক করি। পরে তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দোহার মৎস কর্মকর্তা পলি রানি দাস উপস্থিত ছিলেন।
Leave a Reply