দোহারে অবৈধ চায়না জাল পুড়িয়ে ধবংস – দোহারের সংবাদ
  1. admin@doharersongbad.com : admin :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাপে কাটার পর জীবিত সাপ নিয়ে হাসপাতালে হাজির রোগী-দোহারের সংবাদ কোনোটাই আমার নেই চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা-দোহারের সংবাদ দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ক্লিনিককে ৭৫ হাজার টাকা জরিমানা-দোহারের সংবাদ আপন ভাই-বোনকে কি জাকাত দেওয়া যাবে?দোহারের সংবাদ ভাত না খেয়েই পার করেছেন ১৮টি বছর-দোহারের সংবাদ কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে রাফিয়া হাসপাতালকে’ দেড় লক্ষ টাকা জরিমানা-দোহারের সংবাদ দাফনের ২৮ বছর পরও ‘অক্ষত’ মরদেহ-দোহারের সংবাদ দোহারে স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত-দোহারের সংবাদ দোহারের জয়পাড়ার যানজট নিরসনে পৌরসভার অভিযান-দোহারের সংবাদ শিক্ষার্থীকে ধর্ষণ শিক্ষক বললেন ‘শয়তান করিয়েছে-দোহারের সংবাদ

দোহারে অবৈধ চায়না জাল পুড়িয়ে ধবংস

দোহারের সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৮০ বার পঠিত

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া খারাকান্দা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রায় ২৪ লক্ষ সাত হাজার পাঁচশত টাকা মুল্যের বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল জব্দ করা হয়। সোমবার দুপুরে মৈনটঘাট এলাকায় জব্দকৃত চায়না জাল জনসম্মুখে পুড়িয়ে তা ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি মুস্তাফিজুর রহমান।স্থানীয় সূত্র জানায়, ওই এলাকায় দীর্ঘ দিন ধরে এই চায়না জাল উৎপন্ন করে আসছিল একটি কারখানায়। প্রশাসনসহ অন্যদের দিক পর্যালোচনার জন্য কারখানার মালিক পক্ষ কারখানায় সিসি ক্যামেরা বসিয়েছিলো। যেটি দিয়ে কারখানা ভিতরে বসে বাহিরের সব কিছু দেখতে পারতেন। এমন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে অভিযান পরিচালনা করেন, দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান।দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি মুস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, খারাকান্দায় চায়না জালের গাড়ি লোড করা হচ্ছে। আমরা দ্রুত ঘটনা স্থলে যাই।সেখানে কোন মালিক পক্ষ পাইনি। এসময়ে ট্রাকের হেল্পার ইমরান ও কারখানার শ্রমিক মোক্তার হোসেন নামে দুই জনকে আটক করি। পরে তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দোহার মৎস কর্মকর্তা পলি রানি দাস উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা