ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করা হয়। শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।
এ সময় উপজেলার কোমরগঞ্জ ও চন্দ্রখোলা এলাকায় মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবন করার অপরাধে শাওন, মারুফ হাসান, ইমাম হোসেন, টুটুল হোসেন ও তাওহিদ ইসলাম নামে ৫ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ।
নবাবগঞ্জ উপজেলা সহকারঅ কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, এ অঞ্চলে মাদকের ব্যবহার অনেক বেড়ে গেছে যা সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply