ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের রাধাকান্তপুর গ্রাম থেকে দুইটি গাঁজা গাছ ও ২০ গ্রাম গাঁজাসহ সুনিতা সিদ্ধা (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুনিতা সিদ্ধা ওই গ্রামের মহাদেব সিদ্ধার মেয়ে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুনিতা সিদ্ধা মাদক সহ গ্রেফতার করা হয়। সেই সাথে তার বসতবাড়ি থেকে দুটি গাজা গাছের চারা উদ্বার করা হয়। তিনি আরোও বলেন, ওই নারী মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা দিয়ে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সুনিতা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছেন। এলাকায় তার একটি মুদি দোকান রয়েছে। কিন্তু মুদি দোকানের আড়ালে তিনি মাদকের ব্যবসা করেন।
Leave a Reply