ঢাকার দোহার পৌরসভার নব নির্বাচিত পৌর পরিষদ এবং সর্বসাধারণের সাথে মত বিনিময় সভা দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে আলমগীর হোসেন আগামীতে দোহার পৌরসভার উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
নবনির্বাচিত মেয়র মো. আলমাছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী মশিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা ইসলাম বিথী, বীর মুক্তিযোদ্ধা ডা. বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা করম আলী, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারি, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন মাঝি, সহ সাধারণ আসনের কাউন্সিলর,সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অন্যন্য সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ।
Leave a Reply