ঢাকার দোহার পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় ঢাকা বিভাগীয় কার্যালয়ে নব নির্বাচিত ১২ জন জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশে^র আলম ও দোহার পৌরসভা ইঞ্জিনিয়ার মশিউর রহমান। শপথ গ্রহণ করেন মেয়র মো.আলমাছ উদ্দিন সাধারন আসনে কাউন্সিলর পদে আলমগীর মুবিন, মো.শওকত হোসেন বেপারী, আব্দুস সালাম শুকুর, পাপেল মাহমুদ নিজাম, ওয়াশিম চোকদার, হুমুয়ন কবির, উদয় হুসাইন, জাহিদ বেপারী, মুরাদ হোসেন, সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর ইসরাত জাহান বনানী, স্মৃতি আক্তার, ফরিদা ইয়াসমিন।
শপথ গ্রহণ শেষে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেনকে নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেয়র ও সকল কাউন্সিলরবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল হক বেপারী, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, পৌরসভা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝি, উপজেলা যুবলীগের সভাপতি আলমাস উদ্দিন, আওয়ামীলীগ নেতা বাশার মৃধা, বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদারসহ আরও অনেকে।
Leave a Reply