দোহারে আঃ শুকুর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার দোহারের নয়াবাড়ি ইউনিয়নে অনারম্বর আয়োজনে আঃ শুকুর স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত ৮টায় খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন। উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার।
নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুণের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. মনির হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সংগঠণিক সম্পাদক শাখাওয়াত হোসেন নান্নু, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক শহিদ মিয়া, আওয়ামী লীগ নেতা শহিদ খান, সাবেক ছাত্রলীগ নেতা মনির হোসেন ভূইয়া। ব্যবস্থাপনায় ছিলেন, মো. আরব আলী, মো. সোহাগ, আমিনুর, জামিল, নজরুল ,আশিক ,শাহাদাতসহ আরও অনেকে।
খেলায় পদ্মা ও যমুনা সেতু নামে দুটি দল অংশ নেয়। ৫০ মিনিটের টান টান উত্তেজনার খেলায় সব শেষে টাইব্রেকারে ৪-৩ গোলে যমুনা সেতু দল জয়লাভ করে। পরে খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
Leave a Reply