ঢাকার উপজেলার নবাবগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন মুদি ব্যবসায়ীকে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর বিভিন্ন ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় পণ্যে কৃত্রিম মোড়কের ব্যবহার করায় তিন মুদি ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম বলেন, পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক। কৃত্রিম মোড়ক ব্যবহার পরিবেশকে দূষিত করে। পরিবেশ রক্ষায় কৃত্রিম মোড়ক যাতে ব্যবহার করতে না পারে সে জন্য উপজেলার বিভিন্ন বাজারে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply