ঢাকার দোহার পৌরসভা নির্বাচনের প্রার্থীদের প্রচার প্রচারণা শেষ হচ্ছে আজ মধ্যরাত থেকে। রাত ১২টা পর থেকে সব ধরনের প্রচার প্রচারনা থেকে বিরত থাকতে হবে প্রার্থীদের। মধ্যরাতের পর থেকে কোনো প্রার্থী ভোটারদের সাথে ভোট চেয়ে কোনো ধরনের গনসংযোগ , লিফলেট বিতরণ কিংবা ভোট চাইতে পারবে না।
গত ৭ জুলাই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর থেকে টানা ১৯ দিন মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলরদের প্রচারণা চালায়। এবার প্রচার প্রচারনা মাইকিংয়ে ছিল ভিন্নত্ব। বিভিন্ন বাংলা গানের আদলে তৈরি করা হয়েছে প্রার্থীদের প্রচারনা। ছন্দে আনন্দে জানানো হয়েছে প্রার্থীদের নানা গুনের কথা। তবে এবারের নির্বাচনে প্রতীক নিয়ে ভোটারদের মধ্যে ছিল নানান আলোচনা। এর আগে কখনো এমন প্রতীকে নির্বাচন দেখেনি দোহারবাসী।
দীর্ঘদিন পরে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সবার মধ্যে এক ধরনের আনন্দ বিরাজ করছে। তবে সুষ্ঠু ও অবাধ ভোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে পছন্দের মেয়র ও কাউন্সিলরদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এমনটাই প্রত্যাশা সাধারণ ভোটারদের।
Leave a Reply