ঢাকার নবাবগঞ্জে বড় ভাইয়ের পাকাঘর ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। উপজেলার বাহ্রা ইউনিয়নের পশ্চিম চক বাহ্রা এলাকায় দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই সহোদরের মধ্যে বিরোধ চলছিলো বলে জানা যায়। ফাঁকা বাড়িতে ওই এলাকার মৃত শাহজানের ছেলে ওমান প্রবাসী মো. শামীমের পাকা বসত ঘর ও আসবাবপত্র শুক্রবার সকালে বেকু দিয়ে ভেঙ্গে দিয়েছে বলে জানান শামীমের স্ত্রী পারুল।
মঙ্গলবার দুপুরে প্রবাসী শামীমের স্ত্রী পারুল বেগম সংবাদকর্মীদেরকে এ বিষয়ে অভিযোগ করেন।
পারুল বেগম অভিযোগ করে বলেন, আমার ও আমার স্বামীর সাথে ৪ বছর ধরে দেবর শহীদুল জমি নিয়ে বিরোধ করে আসছে। সে জোড়পূর্বক আমার বাড়িটি দখল নিতে আমাকে ও আমার সন্তানদের মেরে ফেলার হুমকি দেয়। এর আগে আমার টিনকাঠের ঘরের বেঁড়া কেটে ফেলে তার ভয়ে আমি আমার সন্তানসহ ৪ বছর যাবত আমার বাবার বাড়িতে থাকি। শহীদুল বেপরোয়া কাউকে মানে না। শুক্রবার সকালে খালি বাড়িতে আমার পাকাঘর গুড়িয়ে দেয়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
এবিষয়ে শহিদুল ইসলামকে একাধিক বার, তার মুঠোফোনে কল করলেও তিনি কল রিসিভ করেন নি।
এ ঘটনায় শামিমের ছোট ভাই উসমান বলেন, আমার বড় ভাই শামীম ক্রয় সূত্রে প্রাপ্ত জমিতে ঘর তৈরী করে, দীর্ঘ দিন ধরে বসত করে আসছিলো। কিন্তু আমার মেজো ভাই শহিদুল ওই ঘরের জমিটি নিজের বলে দাবি করেন। এই নিয়ে জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিগণ একাধিকবার গ্রাম্য শালিসী করে সমাধানের চেষ্টা করেছে। কিন্ত সে কারো কথা শুনে না। শুক্রবার সকালে, ভেকু দিয়ে শামীমের পাকা বসত ঘর ও ঘরের সকল আসবাবপত্র ভেঙ্গে গুড়িয়ে দেয়।
স্থানীয়রা জানায়, শহিদুল কাজটি অন্যায় করেছে
এর প্রতিকার চান তারা।
এ বিষয়ে বাহ্রা ইউপি চেয়ারম্যান ড. সাফিল উদ্দিন মিয়া বলেন, সামাজিক ভাবে বসে মীমাংসার চেষ্টা করা হয়েছিলো।
Leave a Reply