দোহারের লটাখোলায় গোসল করতে নেমে নিখোঁজ শিশু রাহাত (৮) এর লাশ উদ্ধার করেছে ডুবরীর দল।
দীর্ঘ চার ঘন্টা খোজাখুজির পর রাহাতের লাশ উদ্ধার করে তারা। এ সময় রাহাতের পরিবারের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে কান্নায় ভেঙে পরতে দেখা যায় পবিবার ও আশেপাশের লোকজনদের।
Leave a Reply