লক্ষ্মীপুরে ৬ তরুন তরুনীকে গণপিটুনি – দোহারের সংবাদ
  1. admin@doharersongbad.com : admin :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তামিমকে নিচে ব্যাট করতে বলা সেই কর্তার নাম জানা গেল-দোহারের সংবাদ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টির দাপট থাকতে পারে আগামী ৭দিন-দোহারের সংবাদ টানা ৩ দিনের ছুটিতে সাজেকে পর্যটকের ঢল-দোহারের সংবাদ অপারেশনের পর পেট থেকে বেরোলো স্ক্রু,হেডফোন-দোহারের সংবাদ শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে, সালমান এফ রহমান-দোহারের সংবাদ জয়পাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, নয় প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা-দোহারের সংবাদ বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা,নেই তামিম-দোহারের সংবাদ বান্দুরায় সড়কে চাঁদাবাজির ঘটনায় আটক যুবকের কারাদণ্ড-দোহারের সংবাদ দোহারে মোটরসাইকেল চাপায় পথযাত্রী নিহত-দোহারের সংবাদ কেরানীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ১৫ সদস্য আটক-দোহারের সংবাদ

লক্ষ্মীপুরে ৬ তরুন তরুনীকে গণপিটুনি

দোহারের সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ১৮৮ বার পঠিত

লক্ষ্মীপুরে ছয় তরুণ-তরুণীকে বেঁধে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে লোকজন। এ সময় তাদের কাছ থেকে একটি হাতকড়া ও তিনটি ছুরিসহ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে সদর উপজেলার মান্দারীর যাদৈয়া গ্রামে এ ঘটনা ঘটে।পারিবারিক ঘটনা সমাধান করতে ফেনী থেকে এসে তারা নিজেদের ‘মানবাধিকারকর্মী’ পরিচয়ে পরিবারের লোকজনকে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করেছিলেন। পরে তাদের বেঁধে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শ্যামলী আক্তার চাঁদনী, আঞ্জুমা আক্তার, মহিউদ্দিন, মো. নুরনবী, বোরহান উদ্দিন ও মেহেদি হাসান। তারা ফেনীর দাগনভূঞা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, কয়েক অনুসারী নিয়ে সোমবার (১১ জুলাই) সকালে মাইক্রোবাসযোগে মান্দারীর যাদৈয়া গ্রামে আসেন শ্যামলী। তারা নিজেদের ‘মানবাধিকারকর্মী’ পরিচয় দেন। তারা আসলাম জমাদার বাড়ির ইমরান হোসেনের ঘরে ঢোকেন। এ সময় ইমরানের বোনের প্রবাসী স্বামী জসিমের সঙ্গে পারিবারিক বিরোধ সমাধানের প্রস্তাব দেন।

একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে আবার আসবেন বলে হুমকি দিয়ে চলে যায়। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে দুই তরুণীসহ চার যুবক আবারও মাইক্রোবাসযোগে ওই বাড়িতে আসেন। ওই বাড়ির শাহাদাত হোসেন ও ইমরান হোসেনের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। তারা পরিবারের লোকজনকে ভয়ভীতি দেখান এবং মারধর করেন।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, কয়েক অনুসারী নিয়ে সোমবার (১১ জুলাই) সকালে মাইক্রোবাসযোগে মান্দারীর যাদৈয়া গ্রামে আসেন শ্যামলী। তারা নিজেদের ‘মানবাধিকারকর্মী’ পরিচয় দেন। তারা আসলাম জমাদার বাড়ির ইমরান হোসেনের ঘরে ঢোকেন। এ সময় ইমরানের বোনের প্রবাসী স্বামী জসিমের সঙ্গে পারিবারিক বিরোধ সমাধানের প্রস্তাব দেন।

একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে আবার আসবেন বলে হুমকি দিয়ে চলে যায়। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে দুই তরুণীসহ চার যুবক আবারও মাইক্রোবাসযোগে ওই বাড়িতে আসেন। ওই বাড়ির শাহাদাত হোসেন ও ইমরান হোসেনের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। তারা পরিবারের লোকজনকে ভয়ভীতি দেখান এবং মারধর করেন।খবর পেয়ে বাড়ি ও আশপাশের লোকজন জড়ো হয়ে ছয়জনকে বেঁধে পিটুনি দেন। এ সময় তাদের কাছ থেকে একটি হাতকড়া ও তিনটি ছুরিসহ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, শ্যামলী কিছুটা মানসিক রোগী। দুই পক্ষই পরস্পরের আত্মীয়-স্বজন। খবর পেয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বহিরাগতদের বিরুদ্ধে মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ছবি সংগৃহীত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা